Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৮:০২ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৮:১০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত শিকলবাহা খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (১৯ মার্চ) দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরিচয় জানতে পারেনি নৌ পুলিশ।

নৌ পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান সারাবাংলাকে জানান, খালে ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। যুবকের পরনে জিন্সের প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি আছে। লাশটি প্রায় গলে গিয়ে বিকৃত হয়ে গেছে। মুখমণ্ডলও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। পরিচয় নিশ্চিতের জন্য সিআইডি ও পিবিআই সদস্যরা আঙ্গুলের ছাপসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে।

বিজ্ঞাপন

‘লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদনে পরিষ্কার হবে। আমাদের ধারণা, দুই-তিন দিন আগে যুবকের মৃত্যু হয়েছে।’

এদিকে উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি মিজানুর রহমান।

সারাবাংলা/আরডি/পিটিএম

চট্টগ্রাম যুবকের ভাসমান লাশ