Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে টিসিবির পণ্য পাবে প্রায় ৬০ হাজার পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ১৮:০৫

জয়পুরহাট: আসন্ন রমজান উপলক্ষে জয়পুরহাটে প্রায় ৫৯ হাজার ৪৬৮ নিম্ন আয়ের কার্ডধারী পরিবারকে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করবে। শনিবার (১৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, ২০ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে জেলার ৫টি উপজেলায় ১০টি ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের কার্ডধারী পরিবারকে টিসিবি’র পণ্য দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরও টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এসময় টিসিবির চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল লিটার প্রতি ১১০ টাকা ও ছোলা কেজি প্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কার্ডধারীরা না এলে উপস্থিত জনগণের কাছে তা বিক্রি করে দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

সারাবাংলা/এমও

জয়পুরহাট জেলা প্রশাসক টিসিবির পণ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর