‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে যাবে’
১৯ মার্চ ২০২২ ১৮:৪৭
বগুড়া: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ আমান বলেছেন, আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
শনিবার (১৯ মার্চ) বগুড়ার গাবতলী তরফসরতাজ মাদরাসা মাঠে গাবতলী পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমান এই কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘সরকার হিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। সরকার নির্বাচন ও দেশের জনগণকে ভয় পায়। শেখ হাসিনাকে আর ভোটবিহীন সরকার গঠন করতে দেওয়া হবে না, এই নীলনকশা আর বাস্তবায়ন করতে দেবে না জনগণ।’
এসময় তিনি দেশে সবপ্রকার নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ করেন।
সম্মেলনের উদ্বোধন করেন- বগুড়া জেলা বিএনপির আহবায়ক, বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা। ডা. ছাবেদ আলীর সভাপতিত্বে ও যুবদল নেতা মো. আনোয়ার হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন- সাবেক এমপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মো. হেলালাজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, সদস্য মো. আলী আজগর তালুকদার হেনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সম্মেলন শুরুর আগে সকাল ৯টা হতে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি আমান উল্লাহ আমান। ভোটে কায়দুজ্জোহা টিপু সভাপতি, আব্দুর রহিম পিন্টু সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সারাবাংলা/এমও