ঢাকা: সাবেক রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী উভয় বিভাগের অবকাশকালীন বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, শনিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন সাবেক এই প্রধান বিচারপতি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, আইনমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।