‘হত্যাকারী যদি পায় ছাড়, লজ্জা কিন্তু সবার’
১৯ মার্চ ২০২২ ১৯:৫১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদরাসার ভেতরে ছাত্র খুনের বিচার চেয়ে মানববন্ধন করেছে খেলাঘর। এতে শ’খানেক শিশু-কিশোর অংশ নেয়। শিশুদের হাতে হাতে ‘হত্যাকারী পায় যদি ছাড়, লজ্জা কিন্তু সবার’ এমন লেখা প্ল্যাকার্ড নজর কাড়ে সবার।
শনিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে খেলাঘর বোয়ালখালী শাখার উদ্যোগে এ মানববন্ধন হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল বাবুল।
মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসাইন, বনগোপাল দাশ, শরৎচন্দ্র বড়ুয়া, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন। স্থানীয় সূর্য তরুণ ক্লাব, বহদ্দারপাড়া একতা সংঘ, ফকিরাখালী একতা সংঘ ও ক্ষেতমজুর সমিতি মানববন্ধন একাত্মতা জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘হত্যাকাণ্ডের ১৫ দিনেও পুলিশ এর কারণ উদঘাটন করতে পারেনি। পুলিশের এই ব্যর্থতা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। দিন দিন এই হত্যাকাণ্ড রহস্যাবৃত হয়ে পড়ছে। আমরা এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি। প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাদের বিচারের কাঠগড়ায় তোলা হোক। একটি শিশু নির্মমভাবে খুন হয়ে গেল, পুলিশ হত্যাকারীকে শনাক্ত করতে পারবে না, বিচার হবে না, এটা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
গত ৫ মার্চ বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে চরণদ্বীপ দরবার শরীফ পরিচালিত আল্লামা শাহসূফী অছিয়র রহমান মাদরাসার ভেতর একটি ভবনের দোতলা থেকে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ইফতেখার মালিকুল মাশফি (৭) বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের প্রবাসী আব্দুল মালেকের ছেলে। সে মাদরাসার হেফজখানা বিভাগের কায়দা শাখার ছাত্র ছিল।
এ ঘটনায় মাশফির মামার দায়ের করা মামলায় তিন শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে জাফর আহমদ নামে এক শিক্ষককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনও পর্যন্ত খুনের কারণ এবং খুনি কে সেটা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
সারাবাংলা/আরডি/পিটিএম