দুর্গম কুরুকপাতায় ৩২৭ ম্রো পরিবারকে সোলার প্যানেল বিতরণ
১৯ মার্চ ২০২২ ২০:৩১
বান্দরবান: আলীকদমের দুর্গম কুরুকপাতায় ম্রো সম্প্রদায়ের দরিদ্র ৩২৭ পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নায়নের প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুর ১২টার সময় সোলার প্যানেল বিতরণসহ বিভিন্ন উন্নায়নের প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, ক্য সা প্রু, চিং ওয়াই ম্রো, উন্নয়ন বোর্ডের সোলার প্যানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান জেলায় ১৪ হাজার ৯০০ পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হবে। আর আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি একাকাগুলোর দরিদ্র ১ হাজার ৫৪০পরিবার সোলার বিদ্যুৎ বিতরণ করা হয়। এরমধ্যে কুরুকপাতায় ম্রো সম্প্রদায়ের খুবই দরিদ্র ৩২৭পরিবারকে সোলার প্যানেল বিতরণ করা হয়। প্রতিটি সোলার প্যানেলের মূল্য ৪০হাজার টাকা।
এসময় ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত জুনিয়র হাইস্কুলের ভবনের উদ্বোধন করা হয়। এছাড়াও পার্বত্য জেলা পরিষদের ৭০লাখ টাকা ব্যয়ে নির্মিত তিনটি মৎস্য বাঁধের উদ্বোধন করা হয়।
কুরুকপাতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুন ম্রো ও স্থানীয় লোকজন জানান, কুরুকপাতা ইউনিয়নটি বান্দরবানের সবচেয়ে বেশি দুর্গম ও পিছিয়ে পড়া এলাকা। স্বাধীনতার ৫০বছর পরও এখানকার মানুষ রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্য, বিদ্যুতের আলোসহ আধুনিক সভ্যতার সব মৌলিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একান্ত প্রচেষ্টায় এই পিছিয়ে পড়া এলাকাগুলো উন্নত সড়ক ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল গড়ে উঠেছে। বিদ্যুতের আলো হিসেবে পাহাড়ের ঘরে ঘরে সোলার বিদ্যুৎ পৌছে দেয়া হয়েছে। এখন এসব নাগরিক সুযোগ-সুবিধা পেয়ে এলাকার মানুষ খুবই খুশি।
সারাবাংলা/এমও