Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভার ইপিজেডে পোশাক কারখানায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২২ ২১:০২ | আপডেট: ২০ মার্চ ২০২২ ০০:১৫

প্রতীকী ছবি

সাভার: সাভারের পুরাতন ডিইপিজেড এলাকায় পেকজার গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ করে ওই কারখানায় ধোঁয়া দেখতে পান তারা। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাভার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলিম জানান, সাভার ফায়ার স্টেশনের দু’টি ও ডিইপিজেড স্টেশনের পাঁচটি ইউনিটসহ মোট সাতটি ইউনিট প্রায় দু’ঘন্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি। আগুন সম্পূর্ণ নেভার পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমও