Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রীবাহী লঞ্চটিকে ধাক্কা দিয়ে ডুবালো বাল্ক জাহাজ এমভি রূপসী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ১৫:৫৯

ঢাকা: নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌ রুটে চলাচলকারী ওই লঞ্চে অর্ধশতাধিক যাত্রী ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওচিত্রে দেখা যায়— চলন্ত লঞ্চটিকে এমভি রূপসী ধাক্কা দিয়ে নদীর একপাশ থেকে আরেকপাশে নিয়ে যাচ্ছে। এ সময় বিপদ বুঝতে পড়ে কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেন। এর কিছুক্ষণ পর লঞ্চটি পানিতে ডুবে যায়। লঞ্চটি ডুবে যাওয়ার সময় বেশ কয়েকজন যাত্রী তাতে আটকাপড়া অবস্থায় ছিল।

স্থানীয় সূত্র জানিয়েছে— রোববার দুপুর ২টা ১০ মিনিটে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপ এর মালিকাধানীন বাল্ক ক্যারিয়ার জাহাজ এম ভি রূপসী নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ নৌ রুটেচলাচলকারী যাত্রীবাহী সানকেন ডেক টাইপ লঞ্চকে ধাক্কা দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত লঞ্চডুবির ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি। উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম চালু রেখেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি জাহাজ ধাক্কা দিলে মুহূর্তেই যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। আমরা অনেককেই সাঁতরে তীরে উঠতে দেখেছি। তবে অনেকে নিখোঁজ রয়েছেন।’

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মীনা মাহমুদা বলেন, ‘একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।’

সারাবাংলা/টিএস/একে

লঞ্চডুবি শীতলক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর