Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরকীয়ার জেরে প্রতিবন্ধীকে নারীকে হত্যা, মূলহোতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২২ ২১:০৪

নওগাঁ: প্রতিবন্ধী এক নারীকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহ উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডের মূল হোতা মাহাবুব আলম বিস্কুটকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। বিস্কুট রাণীনগর উপজেলার ভবানীপুর গ্রামের আয়নুল হকের ছেলে।

রোববার (২০ মার্চ) বেলা ২টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। নিহত ওই প্রতিবন্ধী নারীর নাম লাভলী খাতুন (৩১)। তিনি রাণীনগর উপেজেলার ভবানীপুর গ্রামের কফিল উদ্দিনের মেয়ে।

বিজ্ঞাপন

এর আগে, গত শনিবার বিকেলে নওগাঁর রাণীনগর থানা পুলিশ, ডিবি পুলিশ ও ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে জিরাবো পশ্চিম পাড়া বায়তুন জামে মসজিদ এলাকায় থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ওই প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি সকালে নওগাঁর রাণীনগর উপজেলার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী লাভলী খাতুন (৩১) বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নেন। চারদিনেও লাভলী খাতুনের খোঁজ না পেয়ে গত ২০ ফেব্রুয়ারি রাণীনগর থানায় সাধারণ ডায়েরি করে তার বড় ভাই। এরপর তদন্তে নামে পুলিশ।’

একপর্যায়ে উপজেলার ভবাণীপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডের মূলহোতা মাহবুব আলমকে পুলিশ নাটোর জেলার হালতি-খোলাবাড়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে গত শনিবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে লাভলী খাতুনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

লাভলী খাতুনের সঙ্গে মাহাবুব আলমের দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল। এছাড়া তিনি লাভলী খাতুনের কাছে বেশকিছু টাকা ধার করেছিল। একপর্যায়ে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য ঢাকায় চলে যায়। এরপর মাহাবুব আলম সেখান থেকেই লাভলী খাতুনের সাথে যোগাযোগ করত। কিছুদিন পর লাভলী খাতুন তার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য এবং তাকে বিয়ের জন্য চাপ দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে লাভলীকে অপহরণ করে হত্যার পরিকল্পনা করে মাহাবুব আলম।

পরিকল্পনা মোতাবেক ফেব্রুয়ারির ১৫ তারিখে কৌশলে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে তাকে ঢাকায় নিয়ে যায় মাহাবুব। সেখানে যাওয়ার পর আসামি মাহবুব আলমসহ কয়েকজন মিলে লাভলীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ বস্তাবন্দি করে মাটির নিচে গর্তে পুঁতে রাখে। এ ঘটনায় মাহবুব আলমকে বআদালতে স্বীকারোক্তি জবানবন্দির জন্য হাজির করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

গ্রেফতার নারীকে হত্যা পরকীয়া প্রতিবন্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর