Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা বলেছিলেন গঙ্গার জল তারাই আগে ভ্যাকসিন নিয়েছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ০০:৩১

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিনকে একটি রাজনৈতিক দল গঙ্গার জলের সঙ্গে তুলনা করেছিল। কিন্তু তারাই সবার আগে ভ্যাকসিন নিয়ে এখন সভা-সমাবেশ করছে। একইসঙ্গে সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।

রোববার (২০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘দাঁতের অসুখ হলে আমরা অবহেলা করি। কিন্তু আমাদের সচেতন হতে হবে। তামাক, পান, সুপারি আমরা খেয়ে থাকি। ফলে ক্যানসার থেকে শুরু করে নানা জটিলতা দেখা দিচ্ছে। বিশেষ করে তামাকের কারণে মুখের ক্যানসার হয়। এ জন্য চিকিৎসকদের এগিয়ে আসতে হবে।’

নতুনভাবে দাঁতের চিকিৎসকদের জন্য প্রায় ৬৫০টি পদ তৈরি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এগুলোতে শিগগিরই চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। দেশে কিডনি, ক্যানসার, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থাকলেও দাঁতের চিকিৎসায় কোনো ইনস্টিটিউট নেই। তাই এটি যাতে হয়, সেটি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবাকে আরও মজবুত করতে পদ তৈরি করা হবে। একটি উপজেলায় পাঁচ লাখ মানুষের বসবাস। সেখানে দাঁতের চিকিৎসক মাত্র এক জন। ফলে ঠিকমতো সেবা পাচ্ছে না মানুষ। তাই সেখানে চিকিৎসকদের পদ, অন্যান্য জনবল বাড়ানো ও আধুনিক যন্ত্রপাতি দেওয়ার ব্যবস্থা করা হবে।’

তিনি আরও বলেন, ‘আগের তুলনায় এখন ডেন্টাল চিকিৎসার প্রসার বেড়েছে। সরকারি কলেজে এক হাজার ২০০ ডেন্টাল কলেজে সিট বাড়ানো হয়েছে। প্রতিটি বিভাগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হচ্ছে, ডেন্টাল ইউনিভার্সিটি করতে চেষ্টা করব। আধুনিক ডেন্টাল ইনস্টিটিউট করার উদ্যোগ নেব।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যে ক’টি দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, বাংলাদেশ তার মধ্যে একটি। ফলে অর্থনৈতিক অবস্থা ভালো। পাঠদানের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানও করা যাচ্ছে। করোনার সময়ে ১২০টি সেন্ট্রাল অক্সিজেন লাগানো হয়েছে। এই সময়ে প্রায় ৩০ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ হয়েছেন। পৃথিবীতে খুব কম দেশেই বর্তমানে মৃত্যু শূন্যে নেমেছে। কয়েক দিন ধরে বাংলাদেশে সেটি শূন্যে রয়েছে। সম্মুখযোদ্ধাদের শতভাগ ভ্যাকসিনের আওতায় আনা গেছে। সব মিলিয়ে ২২ কোটি ডোজ টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে করোনা ঝড়ের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই সময়ে করোনার ঊর্ধ্বমুখী অবস্থায় অন্যান্য সেবা ব্যাহত হয়েছে। তার পরও একই হাসপাতালে চিকিৎসক ও নার্সরা সব রোগীর সেবা করে গেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, হাবিবে মিল্লাত এমপি, ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক আবুল কাসেম প্রমুখ।

সারাবাংলা/এসবি/পিটিএম

গঙ্গার জল জাহিদ মালেক ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর