Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১১:৪১ | আপডেট: ২১ মার্চ ২০২২ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর: স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার পর অভিযোগ উঠেছে মফিজ নামে এক রিকশাচালকের বিরুদ্ধে। রোববার (২০ মার্চ) রাতে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মো. মফিজ (৬০) ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান। মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে। তারা বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর এলাকার মো. নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের স্বজনরা জানান, বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার রাতে সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন মফিজ। পরে বড় ছেলে রোকন ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

সারাবাংলা/এএম

গাজীপুর স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর