মানিকগঞ্জ: শিবালয় উপজেলার টেপড়া এলাকার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের ভেতরে পিকআপ চাপায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী শিক্ষিকা ফাতেমা নাসরিন (৩৫) ও প্রথম শ্রেণির ছাত্রী জেরিন তাসনিম (৭)। নিহত তাসনিমের বাবা স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
জানা গেছে, ওই পিকআপটি স্কুলের ভেতরেই রাখা হতো। আজ পিকআপটি চালু করতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপের চাপায় হতাহতের ঘটনা ঘটে।