ভারতের বিহার রাজ্যে দোল উৎসবের সময় বিষাক্ত মদপানে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে বাঁকা জেলায় ১২ জন; মাধেপুরায় ৩ জন; ৪ জন করে সাহেবগঞ্জ এবং নারায়ণপুরে; ৩ জন করে গোরাদি এবং কাজরেলিতে এবং এক জন করে মারুফ চক, শাহকুন্দ এবং বরয়া গ্রামে মারা গেছেন।
মৃতদের পরিবারের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দোল উৎসবকে সামনে রেখে মদ পান করায় শুক্রবার (১৮ মার্চ) থেকে সোমবারের (২১ মার্চ) মধ্যে তাদের মৃত্যু হয়েছে।