Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ দাবি নিয়ে মাদরাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৩:৫৫

ঢাকা: স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে।

তাদের দাবির মধ্যে রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ইবতেদায়ি মাদরাসা ডাটাবেজ চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোতে পাঠদানে অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতদায়ি মাদরাসাগুলোকে বোর্ডের অন্তর্ভুক্তি, অফিস সহকারী পদ সৃষ্টি, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা অটোপাশের প্রজ্ঞাপন জারি।

এদিকে, তাদের এই আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, মঙ্গলবার (২২ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলসহ পদযাত্রা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন তারা।

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক কাজী ফয়জুর রহমান, সংগঠনের মুখপাত্র এস এম জয়নাল আবেদীন জিহাদী এবং মো. শামসুল আলমসহ অন্যান্যরা।

সারাবাংলা/এএইচএইচ/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর