Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লঞ্চ চলাচল বন্ধের আদেশ তুঘলকি কাণ্ড’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৭:২৯

নারায়ণগঞ্জ: লঞ্চ চলাচল বন্ধের আদেশ তুঘলকি কাণ্ড, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল ও যাত্রী পরিবহন সংস্থা নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল। সোমবার (২১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো আলোচনা ছাড়াই এভাবে লঞ্চ বন্ধ চলাচল বন্ধ করায় মালিক- শ্রমিক ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘লঞ্চ দুর্ঘটনা ঘটলেই বিআইডব্লিউটিএ সবার আগে মামলা করে। আমি মনে করি এটা ম্যানেজ মামলা। মামলায় মালিককে আসামি করা হয় না। এপর্যন্ত ৫টি ঘটনা ঘটেছে।’ এই দুর্ঘটনায় লঞ্চ মালিক মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত্যু বেড়ে ৮

 

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান রাজা, সহ-সভাপতি অহিদুজ্জামান, নুরুল আমিন কাজল, সদস্য আলমগীর মিয়াসহ অন্যরা।

সারাবাংলা/এমও

উদ্ধার টপ নিউজ তুঘলকি কাণ্ড লঞ্চ চলাচল লঞ্চডুবি শীতলক্ষ্যায় লঞ্চডুবি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর