Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘর আলোকিত করবো’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৭:৩৯

পটুয়াখালী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ওয়াদা করেছিলাম প্রতিটি মানুষের ঘরে আলোকিত করবো। আজকের দিনটার মধ্য দিয়ে আলোর পথে আমাদের সেই যাত্রা শুরু। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। জাতির পিতা বাংলাদেশকে স্বল্পন্নোত দেশে রেখে গিয়েছিলেন। আজ বাংলাদেশ উন্নয়শীল দেশের মর্যাদা পেয়েছে।’

সোমবার (২১ মার্চ) বেলা সাড়ে বারোটায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও দেশের শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে ২১ বছর পর সরকার গঠন করি। বিদ্যুতের জন্য তখন হাহাকার। গ্রামে গ্রামে বিদ্যুৎ নাই। সামান্য কিছু লোক বিদ্যুৎ পেত। আমরা উদ্যোগ নিলাম বেসরকারি খাতেও বিদ্যুৎ উৎপাদন করবো। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। সে সময় মাত্র ১৫০০ মেগাওয়াট বিদ্যুত পেয়েছিলাম। ৫ বছরের মধ্যে আমরা ৪ হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হই। দুর্ভাগ্য আবার ২০০১ সালে সরকারে আসতে পারিনি। পরে ২০০৯ এ সরকার গঠনের সময় দেখলাম ৪ হাজার ৩০০ থেকে কমে ৩ হাজার ২০০ তে নেমে গেছে আসে বিদ্যুৎ উৎপাদন। ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলো তাদের মধ্যে এ দেশকে এগিয়ে নেওয়ার কোনো আন্তরিকতা ছিল না। এটাই হচ্ছে এদেশের মানুষের দুর্ভাগ্য।’

২০০৯ থেকে ২০০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় সরকারে থাকতে পেরেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ১৩ বছর একটানা গণতান্ত্রিক পদ্ধতি অব্যাহত রয়েছে। এর মাঝে বাধা অনেক এসেছে। সে বাধা আমরা অতিক্রম করেছি বলেই আজ বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে। আমরা চাই এই দেশ এগিয়ে যাক, আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল আমরা করে দিচ্ছি। দক্ষিণাঞ্চল একসময় অবহেলিত ছিলো। রাস্তাঘাট, স্কুল ব্যাপকভাবে করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। শিক্ষা,স্বাস্থ্য, বাসস্থান সব দিকেই আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছি। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে আজকে ভূমিহীন মানুষদের আমরা ঘর তৈরি করে দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে একটি মানুষও গৃহহীন থাকবে না।’

বিজ্ঞাপন

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আজ এখানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং পায়রা বন্দর থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কাজ চলছে। যে সমস্ত দীপাঞ্চল রয়েছে, আমরা সেই সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। এছাড়া যেকোনো উৎপাদিত পণ্য বাজারজাত করতে আমার নৌপথসহ সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছি।’ এসময় কলাপাড়ায় সবুজ বনায়ন করার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক এ এলাহী, চায়নার রাষ্ট্রদূত লিজিমিং, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান ও পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম। এসময় বিভিন্ন দফতরের মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার সকাল ১০টা ৪২ মিনিটে দেশের বৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এমও

আলোকিত পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র শতভাগ বিদ্যুতায়ন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর