সম্রাটের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, জামিন শুনানি ৩১ মার্চ
২২ মার্চ ২০২২ ১২:৪৬
ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে মামলাটির বদলিসহ জামিনের জন্য আগামী ৩১ মার্চ তারিখ ধার্য করেছেন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে সম্রাটের উপস্থিততে চার্জশিট গ্রহণ করেন।
সম্রাটের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ আদালত মামলাটির চার্জশিট আমলে গ্রহণ করেন। এরপর ঢাকার বিশেষ জজ -৬ নম্বর আদালতে চার্জগঠন ও জামিনের জন্য আগামী ৩১ মার্চ তারিখ ধার্য করেন।
এদিন সকাল পৌনে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে। সকাল এগারোটার দিকে তাকে আদালতে এজলাসে ওঠানো হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র্যাব। এরপর কয়েকদফা তাকে তাকে রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।
জানা যায়, সম্রাট বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ আছে তিনি মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নিতেন। অনেক সময় ক্লাবগুলোতে ক্যাসিনো ব্যবসা পরিচালনা করতেন। তিনি অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে ঢাকার গুলশান, ধানমন্ডির উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন ও বাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়া তার সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে ১ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এই ঘটনায় দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।
সারাবাংলা/এআই/এসএসএ