Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল আমদানি কমাতে কৃষিতে আরও বরাদ্দের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৪:১৬

ঢাকা: দেশে সূর্যমুখী ও সরিষার চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কৃষিতে আরও গবেষণা করতে হবে। এজন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে। যাতে তেল আমদানি কমানো যায়।’

মঙ্গলবার (২২ মার্চ) একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ব্রিফিংয়ে এসব তথ্য জানান। বৈঠকে গ্রামাঞ্চলের রাস্তাগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিজ ভালো করে তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্রামঞ্চলে ব্রিজ তৈরির ক্ষেত্রে উঁচু করে তৈরি করতে হবে। যাতে নৌকা চলাচল বাধাগ্রস্ত না হয়। এটি করা না হলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

পরিকল্পনা মন্ত্রী আরও জানান, রেলে লোকবল নিয়োগের ক্ষেত্রে ৪০/৫০ শতাংশ কর্মরতদের সন্তানদের নিয়োগ দিতে হবে। এটা আবহমানকাল থেকে চলে আসছে। এটা বহাল থাকতে হবে বলেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সৈয়দপুর ও পাহাড়তলীর রেল কারখানা আরও সক্ষম করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘এখন কিছু বিরোধী দল ও তাদের সমর্থক পত্রিকা বাসন্তিকে নতুন করে খোঁজার চেষ্টা করছে। এজন্য রাস্তায় শুয়ে থাকা মানুষ ও খেয়ে না খাওয়া মানুষদের ছবিও খুঁজে খুঁজে তোলা হচ্ছে।’

সারাবাংলা/জেজে/এমও

তেল আমদানি সূর্যমুখী ও সরিষা

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর