ইন্টারনেট সংযোগের আওতায় ৪১ হাজার প্রাথমিক বিদ্যালয়
২২ মার্চ ২০২২ ১৫:৩৪
ঢাকা: গ্রামীণ ফোনের সহায়তায় ইন্টারনেট সংযোগের আওতায় এসেছে দেশের ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা চালু করা হবে।
গতকাল সোমবার (২১ মার্চ) রাতে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাকির বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবা শিক্ষা সেক্টরে এক নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে ছাত্র-শিক্ষকের মধ্যে পাঠদান বিষয়ে যোগাযোগ বাড়বে। ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস করার সুযোগ পাবে। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে পাঠ্যবই ও অন্যান্য বই পড়ার সুযোগ সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার জন্য বরাদ্দকে সরকার ব্যয় মনে করে না, বরং একে ভবিষ্যতের বিনিয়োগ মনে করে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে সম্পদে ও সুনামে ভরিয়ে দেবে। মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বর্তমান সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।’
প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান বলেন, ‘ইন্টারনেট সেবার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্ঞান, দক্ষতা, মননশীলতা বৃদ্ধি পাবে। ক্রমান্বয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা চালু করা হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, গ্রামীণ ফোন লিমিটেডের সিইও ইয়াছির আজমানসহ অনেকে।
সারাবাংলা/টিএস/এমও