Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যন্ত্রপাতি সংগ্রহে সমঝোতা স্মারক সই

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২২ ১৭:০৯

ঢাকা: ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্পের সরাসরি ক্রয় পদ্ধতিতে যন্ত্রপাতি সংগ্রহে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে এই চুক্তি সই হয়।

মঙ্গলবার (২২ মার্চ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. আতিকুল হকের উপস্থিতিতে সচিবালয়ে অনুষ্ঠিত চুক্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পক্ষে প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম (যুগ্ম সচিব) এবং বাংলাদেশ সেনাবাহিনীর মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল রোসাইদুল মাওলা সমঝোতা স্মারকে সই করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রকল্পটি সম্পূর্ণ জিওবি অর্থায়নে মোট দুই হাজার দুইশ পঁচাত্তর কোটি নিরানব্বই লক্ষ দশ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০২০ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের অক্টোবর মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে । দুর্যোগকালীন সময়ে দেশের যেকোন স্থানে স্থাপনযোগ্য ও স্থানান্তর উপযোগী উচ্চমানসম্পন্ন সেলুলার কমিউনিকেশনের মাধ্যমে জরুরি যোগাযোগ স্থাপন, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগের পরে ত্রাণ ও পুনর্বাসন কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিকে যোগাযোগের আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানর জন্য প্রশিক্ষণ প্রদান ইত্যাদি কাজে অর্থায়ন করা হবে এ প্রকল্পের মাধ্যমে ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এসএসএ

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর