ঢাকা: ভোজ্যতেল পামওয়েলের দাম পুনঃনির্ধারণ করেছে সরকার। তিন টাকা কমিয়ে প্রতি লিটার ১৩০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এর আগে প্রতি লিটার পামওয়েলের দাম ছিল ১৩৩ টাকা।
মঙ্গলবার (২২ মার্চ) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।