বাংলাদেশের আইসিটিতে বিনিয়োগে আগ্রহী ইইউ
২২ মার্চ ২০২২ ২১:৫৮
ঢাকা: দেশের তথ্য প্রযুক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস’র (বেসিস) সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানায় ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বৈঠকে ইইউ এবং বাংলাদেশের মধ্যে তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সুযোগ সৃষ্টি করার জন্য বেসিসকে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। গত ২০ মার্চ ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি অফিসে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসিস।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত অত্যন্ত গ্রহণযোগ্য এবং পারস্পরিক স্বার্থের সকল বিষয়ে গভীরভাবে কাজ করতে আগ্রহী। আগামীতে দেশের আইসিটি উন্নয়ন লক্ষ্যমাত্রা যথাসময়ে পৌঁছাতে বেসরকারি ও সরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত আইসিটি জনবলের ওপর জোর দেন। সীমান্ত প্রযুক্তি এবং দেশের অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রদূত।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ নবায়নযোগ্য শক্তি, দক্ষতা উন্নয়ন, আপ-স্কিলিং, রি-স্কিলিং ও উচ্চ প্রযুক্তির জন্য কিছু বিশেষ প্রোগ্রামের মতো প্রযুক্তিগত সহায়তা প্রদানে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।
বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি ২০২২ সালের জন্য ‘দ্য প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বেসিস সাতটি স্তম্ভের ওপর অধিক গুরুত্ব দিয়ে তথ্যপ্রযুক্তি শিল্পকে উন্নত করার জন্য কাজ শুরু করেছে। এগুলো হলো- মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় শিল্পের বিকাশ, বিদেশি বাজার সম্প্রসারণ, মূলধন এবং আর্থিক প্রণোদনার সুযোগ বৃদ্ধি, স্টার্টআপের জন্য একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করা, ডিজিটাল সম্পদ বৃদ্ধিতে সহায়তা করার জন্য নীতি প্রণয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রচার।
তিনি আরও বলেন, বেসিস ২০২৪ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। অবশ্যই ডিজিটাল গভর্নেন্সের সাফল্যের গল্প যেগুলো আমরা বাংলাদেশ ও প্রতিবেশি দেশগুলোতে বাস্তবায়ন করেছি। সেগুলো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সাশ্রয়ী ও আন্তর্জাতিকমানে বাস্তবায়ন করা যেতে পারে।
এই বৈঠকে ইইউ প্রতিনিধি দলের দ্বিতীয় সচিব কোয়েন এভারার্ট, বাণিজ্য উপদেষ্টা আবু সৈয়দ বেলাল, বেসিসের পরিচালক আহমেদুল ইসলাম বাবু, তানভীর হোসেন খান, যুগ্ম সচিব এনামুল হাফিজ লতিফী এবং সহকারী ব্যবস্থাপক নাদিয়া তাবাসসুম উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এনএস
অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)