চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলায় ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌডালা কানসাট সড়কের বেনিচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বৈফুল বেগম (৫৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বৈফুল বেগম গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের বিশারত আলীর স্ত্রী।
এ বিষয়ে ওসি দিলীপ কুমার দাস জানান, হেঁটে বাড়ি ফিরার সময়, বেনিচক এলাকায় ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা বৈফুল বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালক নাচোল উপজেলার সজীব আলীকে আটক করে থানায় নেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।