Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূবাইলে শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ০০:২৮

গাজীপুর: গাজীপুর মহানগরীর পূবাইলে এক শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে পূবাইল থানাধীন ৪২নম্বর ওয়ার্ডের পদহারবাইদ এলাকায় শাজাহান ভূইয়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পূবাইল থানা পুলিশ।

নিহত শিক্ষকের নাম মো. আবু বক্কর সিদ্দিক (৫৫)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার দিঘিরপাড় এলাকার নিয়ামত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হারবাইদ স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ইংরেজি শিক্ষক ছিলেন তিনি। কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ায় একাই বসবাস করতেন তিনি। গত দুই/তিন দিন ধরে তার ঘরের দরজা বন্ধ ছিল। হঠাৎ তার ঘর থেকে পঁচা গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে খাটের উপর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পূবাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান জানান, নিহত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন থাকায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ ছিল কম। ধারণা করা হচ্ছে, উনার স্বাভাবিক মৃত্যু হয়েছে। লাশটি দুই/তিন ধরে পড়ে থাকায় পচন ধরেছে।

ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

পূবাইল লাশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর