Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, ধারণা আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ১২:০৪ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৪:৫৩

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে আকাশ রায় (২৪) নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া নিহতের বন্ধু পঙ্কজ অধিকারী জানান, শুক্রাবাদে একটি চার তলা বাড়ির তিন তলায় ৫ জন মিলে মেস করে থাকতেন আকাশ। পঙ্কজ তিন দিন আগে তার বাসায় উঠেন। বুধবার ভোরে বাড়িটির নিচে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। এসময় তার ব্যবহৃত ফোনটি বাসার ছাদে পড়ে ছিল আর তার মুখ দিয়ে হারপিকের গন্ধ পাওয়া যাচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের ধারণা আকাশ ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। লাফ দেওয়ার আগে সে হারপিক পান করতে পারে। আকাশ ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স বিভাগের অনার্স শেষ করেছেন। তার বাড়ি রংপুর পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। বাবার নাম রতন রায়। তার পরিবারের সবাই গ্রামে থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশকে তার বন্ধু সকালে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসএসএ

টপ নিউজ শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর