Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেলেঙ্গানায় কাঠের গুদামে আগুন, প্রাণ হারালেন ১১ শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১২:১২ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১২:৩৪

ছবি: এনডিটিভি

ভারতের তেলেঙ্গানা প্রদেশে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২৩ মার্চ) ভোরে প্রদেশটির সেকেন্দ্রাবাদে একটি কাঠের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর এনডিটিভি।

পুলিশ জানায়, সেকেন্দ্রাবাদের ভৈগুড়ার একটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত ওই গুদামে আগ্নিকাণ্ডের সময় বিহারের ১২ জন অভিবাসী শ্রমিক সেখানে আটকা পড়ে। এ সময় এক শ্রমিক দোতলা ভবনের প্রথম তলা থেকে লাফ দিয়ে আগুন থেকে রক্ষা পেলেও ১১ জন প্রাণ হারান।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওই ভবনে শুধুমাত্র একটি অভ্যন্তরীণ লোহার সিঁড়ি থাকায় শ্রমিকরা নিজেদের বাঁচাতে পারেনি বলে কর্মকর্তারা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। একইসঙ্গে নিহত শ্রমিকদের পরিবারকে পাঁচ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে শ্রমিক নিহতের ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও নিহতদের পরিবার প্রতি দুই লাখ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সারাবাংলা/এনএস

অগ্নিকাণ্ড টপ নিউজ তেলেঙ্গানা ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর