Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে অ্যাসাঞ্জের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৪:৫১ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ১৫:১৭

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আজ বুধবার বিয়ের পিঁড়িতে বসছেন। কড়া নিরাপত্তাধীন যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হচ্ছে।

গত বছরের নভেম্বরের শুরুতে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগ্দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রচলিত গুপ্তচরবৃত্তির আইনে করা মামলার আসামি।

বিজ্ঞাপন

অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে ছিলেন। ২০১৯ সালে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করে যুক্তরাজ্য পুলিশ। তখন থেকে তিনি বেলমার্শ কারাগারে বন্দি।

যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় বন্দিরা কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান। আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ নিজেদের মিটিয়ে বিয়ে করতে হয় তাদের। ২০২১ সালের শেষ দিকে কারাগারে বিয়ের অনুমতি চেয়ে কারা গভর্নরের কাছে আবেদন করেন অ্যাসাঞ্জ। নভেম্বরে তার আবেদন মঞ্জুর হয়।

স্টেলা মরিস ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবী দলে যোগ দেন। অ্যাসাঞ্জের সঙ্গে সেবারই প্রথম দেখা হয় তার। এরপর তিনি প্রায় প্রতিদিন ইকুয়েডর দূতাবাসে গিয়ে অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতেন। এভাবে তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। একপর্যায়ে উভয়ে তাদের বাগদানের কথা ঘোষণা করেন।

সারাবাংলা/এএম

জুলিয়ান অ্যাসাঞ্জ টপ নিউজ বেলমার্শ কারাগার

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর