Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে জাতীয় পিঠা উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ১৫:০৯

ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: বিভাগীয় শহরে পাঁচ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। জাতীয় পিঠা উৎসব ময়মনসিংহ বিভাগ উদযাপন পরিষদ এ পিঠা উৎসবের আয়োজন করেছে।

বুধবার (২৩ মার্চ) নগরীর টাউনহল প্রাঙ্গণে পিঠা উৎসব শুরু হয়েছে। বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করেন জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠানের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বিজ্ঞাপন

জাতীয় পিঠা উৎসব ময়মনসিংহ বিভাগ উদযাপন পরিষদের আয়োজনে ২৬টি স্টল নিয়ে নগরীর টাউনহল প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

এ বিষয়ে ম. হামিদ বলেন, পিঠা একটা গৃহ শিল্প। প্রতি বাড়িতেই পিঠা তৈরি হয় এবং পিঠা সবার কাছেই জনপ্রিয়। দেশে প্রায় ১৮০ রকমের পিঠার বৈচিত্র রয়েছে। আমাদের মন, মেধা দিয়ে এই পিঠা শিল্পকে এগিয়ে নিয়ে যাই।

এ সময় সিটি করপোরেশন প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, উইমেন্স ই কমার্স অ্যান্ড ট্রাস্ট্রের প্রেসিডেন্ট নাছিমা আক্তার নিসা, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক মো. সারওয়ার জাহান ও সদস্য সচিব মো. আবুল মনসুর আরও অনেকে বক্তব্য দেন।

সারাবাংলা/এনএস

জাতীয় পিঠা উৎসব ময়মনসিংহ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর