Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমরান খানের উপর ৫০ হাজার রুপি জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৬:৩০

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপর ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (২২ মার্চ) নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর উপর জরিমানা আরোপ করে।

পাকিস্তানের নির্বাচনি আইন অনুযায়ী, কোনো এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারি দফতরের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বাইরে থেকে ওই এলাকায় ভ্রমণ করতে পারেন না।

জানা গেছে, গত ১৬ মার্চ খাইবার পাখতুনখায়া প্রদেশের নির্বাচনের আগে সোয়াতে এক সমাবেশ করেন ইমরান খান। তবে এর একদিন আগে ১৫ মার্চ প্রদেশে কেন্দ্রের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে স্থানীয় প্রশাসন। ইমরান খান ওই নিষেধাজ্ঞা অমান্য করে সমাবেশ করেন। আগামী ৩১ মার্চ খাইবার-পাখতুনখায়া প্রদেশে নির্বাচনের কথা রয়েছে।

পরে স্থানীয় সরকারের এক নোটিশে ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী পিটিআই-এর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোয়াতে সমাবেশে ভাষণ দিয়েছিলেন এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছিলেন।

সারাবাংলা/আইই

ইমরান খান টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর