Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তানে মেয়েদের ক্লাস ফের বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২২ ২০:১৪

আফগানিস্তানে বুধবার থেকে মাধ্যমিকে মেয়েদের ক্লাস শুরুর কথা ছিল। কিন্তু এদিন নতুন এক আদেশে মেয়েদের ক্লাস ফের বন্ধ করল তালেবান সরকার। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, স্কুলে মেয়েদের বাধ্যতামূলক ইউনিফর্ম বিষয়ে এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলেই ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

তালেবানের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার স্কুলে গিয়েছিল সেদেশের মেয়েরা। তবে ক্লাসে ঢুকেই তারা জানল ফের স্কুল বন্ধ। ৭ মাস পর স্কুলে ফিরতে পেরে খুশি বহু শিক্ষার্থী নতুন ঘোষণা শোনে কান্নায় ভেঙে পড়েন।

বিজ্ঞাপন

বুধবার আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে বলা হয়, শরিয়া আইন এবং আফগানিস্তানের ঐতিহ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ মেয়ে শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার পর মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়া হবে। এর আগে মেয়েদের ক্লাস বন্ধ থাকব।

গত আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর করোনা মহামারির কারণে সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দুই মাস পর শুধুমাত্র ছেলে এবং কম বয়সী মেয়েদের স্কুল খোলে দেওয়া হয়েছিল। পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে সব শ্রেণিতে মেয়েদের স্কুল খোলে দেওয়ার ঘোষণা দেয় তালেবান সরকার। বুধবার থেকে মেয়েদের স্কুলে ফেরার কথা ছিল।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর