Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে কারাভোগ শেষে ফিরল ৪১ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ২০:৩৩

কক্সবাজার: মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ৪১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। বিজিবি তাদেরকে নাফ নদী পার করে দেশে ফিরিয়ে এনেছে।

বুধবার (২৩ মার্চ) বিকালে মিয়ানমারের মংডু পৌরসভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির মধ্যে পতাকা বৈঠক শেষে তাদেরকে হস্তান্তর করা হয়।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গত বছর মে মাস থেকে ৪১ জন বাংলাদেশী নাগরিক মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করার পর মিয়ানমারে অত্যন্ত অমানবিক জীবনযাপন করছিল তারা। বিষয়টি জানার পর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি এবং মিয়ানমারের সিতওয়েতে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলেট দীর্ঘদিন ধরে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেয়।

বিজিবি অধিনায়ক বলেন, বাংলাদেশি এসব নাগরিকরা বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশের অভিযোগে বিজিপির হাতে গ্রেফতার হয়ে মিয়ানমারের কারাগারে বন্দি ছিল। পতাকা বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এদিকে, ফিরিয়ে আনা ৪১ বাংলাদেশিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহায়তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের মধ্যে ২৩ জন টেকনাফ উপজেলার, ২ জন উখিয়া উপজেলার, ৭ জন রাঙ্গামাটি জেলার, ৭ জন বান্দরবান জেলার, ২ জন খাগড়াছড়ি জেলার এবং ১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন; যিনি মিয়ানমারের রাখাইন ষ্টেটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মিয়ানমার পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করেন। বাকিদের অধিকাংশই জেলে। তারা নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার পুলিশের হাতে আটক হন। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে কেউ কেউ মিয়ানমারের কারাগারে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাভোগ করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর