Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনাস্থা ভোটের আগে সারপ্রাইজ দেবো: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২২ ০৮:৩১

ইমরান খান, ফাইল ছবি

জাতীয় পরিষদে অনাস্থা ভোটের ঠিক আগে প্রতিপক্ষদের একটি বিস্ময় (সারপ্রাইজ) উপহার দিবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২৩ মার্চ) আত্মবিশ্বাস ব্যক্ত করে ইমরান খান জানান, বিরোধীদের বিরুদ্ধে ‘অনাস্থা ম্যাচে’ তিনি বিজয়ী হবেন।

ইমরান খান বলেন, ‘বিরোধীরা হাতের সব কার্ড দেখিয়ে শেষ করে ফেলেছে। এখন তারা আমার কাছ থেকে বিশাল একটি সারপ্রাইজ দেখতে পাবে।’ ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ইমরান খান সাফ জানিয়েছেন, অনাস্থা ভোটের আগে কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না তিনি।

বিজ্ঞাপন

গত ৮ মার্চ ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধীজোট। ওই প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে গেছেন। ফলে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। আগামী ২৫ মার্চ অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন ডেকেছেন স্পিকার।

ইতিমধ্যে ইমরান খান দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলত্যাগী এমপিরা পার্টিতে ফিরে এলে একজন পিতা যেমন তার সন্তানদের ক্ষমা করে, তেমনভাবে ক্ষমা করে দেবেন তিনি।

সারাবাংলা/আইই

ইমরান খান পাকিস্তান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর