Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা মাউশির

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২২ ১৯:২৩ | আপডেট: ২৩ মার্চ ২০২২ ২৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৩ মার্চ) মাউশি পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা এই নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মার্চের মধ্যে গণহত্যা সম্পর্কে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। নির্দেশনায় ২৫ মার্চ স্কুল-কলেজে আলোকসজ্জা না করতে বলা হয়েছে।

এছাড়াও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সব দেশের স্কুল-কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থী সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সন্ধ্যা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আলোকসজ্জা করতে বলা হয়েছে।

মো. শাহেদুল খবির বলেছেন, দিবসগুলোর ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে তুলে ধরতে এই দিবসগুলো সঠিকভাবে পালন করা জরুরি।

সারাবাংলা/টিএস/টিআর

মাউশি স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

সবজির বাজার চড়া
৪ জুলাই ২০২৫ ১৬:৩০

আরো

সম্পর্কিত খবর