Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবলীগ নেতার কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ০০:১৪

গাজীপুর: গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদ ও গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দী গ্রহণ করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দেন। আগামী ১৬ জুন আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১১ মার্চ সমকাল পত্রিকায় ‘যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে জানানো হয়, সাইফুল ইসলাম দলীয় পদ কেনাবেচা, অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। এ পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশের ১২ দিনের মাথায় তিনি পাঁচ কোটি টাকার মানহানির অভিযোগ তুলে মামলাটি দায়ের করেন।

এদিকে, স্থানীয় সাংবাদিকরা মামলা হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। দাবি তুলছেন মামলা প্রত্যাহারের। মামলার প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুরে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন করবেন বলেও জানা গেছে।

সারাবাংলা/পিটিএম

মানহানির মামলা যুবলীগ নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর