Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২২ ১১:২৮

মেডেলিন অলব্রাইট, ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট আর নেই। দুরারোগ্য ব্যধি ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে বুধবার (২৩ মার্চ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ক্লিনটন সরকারের আমলে ১৯৯৭ সালে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পররাষ্ট্র বিশেষজ্ঞ অলব্রাইট। কসোভোতে জাতিগত নির্মূল অভিযান বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ’এ ১৯৩৭ সালে এক চেকস্লোভাক দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন অলব্রাইট। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি, চান রাজনৈতিক আশ্রয়। মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে প্রথম হোয়াইট হাউসে কাজ শুরু করেন তিনি। ১৯৯৩ সালে বিল ক্লিনটন তাকে প্রথমে জাতিসংঘে দূত নিয়োগ করেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি সোভিয়েত-পরবর্তী দুনিয়ায় মার্কিন সামরিক শক্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইরাক ও বলকানে তা সুস্পষ্টভাবে দেখা গেছে। তিনি ন্যাটোর সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৯ সালে পোল্যান্ড, হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্রকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করেন নি। এখনো তার ওই ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সারাবাংলা/এনএস

মার্কিন যুক্তরাষ্ট্র মেডেলিন অলব্রাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর