ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ও প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) এক শোকবার্তায় তিনি মেডেলিন অলব্রাইটের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
ওই শোক বার্তায় আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মেডেলিন অলব্রাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে, ১৯৯৯ সালে কসোভোতে জাতিগত মুসলিম নিধন ঠেকাতে তিনি যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তা প্রশংসনীয়।
১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী মাইকেল ডুকাকিসের পক্ষে প্রচারণায় মেডেলিন অলব্রাইটের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে ড. মোমেন বলেন, মেডেলিন অলব্রাইট একাধারে ছিলেন অত্যন্ত স্পষ্টবাদী, কঠোর পরিশ্রমী ও একজন পরিণত শিক্ষক।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৮৪ বছর বয়সে গতকাল বুধবার (২৩ মার্চ) মেডেলিন অলব্রাইটের মৃত্যু হয় বলে জানা গেছে।