Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতা দিবসে বিস্তারিত কর্মসূচি নিয়েছে বাংলা একাডেমি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৫:৩৮

ঢাকা: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (২৪ মার্চ ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, বিকেল ৪ টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা সভা।

এতে স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. বিনায়ক সেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

বাংলা একাডেমি স্বাধীনতা ও জাতীয় দিবস

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর