Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত সাড়ে ১১ কোটি মানুষ: অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৮:১৮

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, তফসিলি ব্যাংকগুলোর ঋণের সুদহার ১২ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ১ শতাংশের মধ্যে নিয়ে আসা হয়েছে। বর্তমানে ব্যাংকগুলোর ঋণস্থিতি ১২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। কৃষিঋণ চারগুণ বেড়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ে যুক্ত হয়েছে ১১ কোটি ৪৪ লাখ মানুষ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের ৫০ বছরপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাবেক অর্থ সচিব মতিউল ইসলাম, অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আমি ব্যাংকের ওপর নজর দিই, বিশ্বাস স্থাপন করি। পাশাপাশি ব্যাংকগুলোকে বলি, সরকারের কাছ থেকে অর্থসহায়তা যাতে না নিতে হয়। ব্যাংকগুলো আমার সে বিশ্বাস রেখেছে, আমি ঠকিনি। গত তিন বছরে শর্টফল ঘাটতি কাটাতে সরকারের ফান্ড থেকে কোনো অর্থসহায়তা দেওয়া হয়নি।’

মুস্তফা কামাল বলেন, ‘২০৩০ সালে দেশের মানুষকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার লক্ষ্যে ব্যাংকগুলোর সহযোগিতা লাগবে। সবার সহযোগিতায় এদেশ হবে উন্নত। জনগণের আস্থার ঠিকানা সোনালী ব্যাংক। সেই আস্থার জায়গাটি ধরে রাখতে হবে।’

অর্থ বিভাগরে সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক ফেল (দেউলিয়া) করছে। গত ৫০ বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক এখনো ফেল করেনি। আগামী দিনেও এমনটা হবে না বলে মনে করি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেটা বিশ্বের অন্য কোনো দেশে নেই। সেটা হলো- দেশের কোনো ব্যাংক এখনো ফেল করেনি। যখনই কোনো ব্যাংকে সমস্যা দেখা দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকার সেখানে উদ্যোগী ভূমিকা রেখেছে। তাতে সমস্যার সমাধান হয়েছে। এটা আমরা বিশ্বকে গর্বের সঙ্গে বলতে পারি।’

তিনি আরও বলেন, ‘সোনালী ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনা কমিশনে প্রায় এক লাখ কোটি টাকায় এলসি খোলে। ফলে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা সাশ্রয় হয়। এভাবে সোনালী ব্যাংক রাষ্ট্রের গুরুত্ববহ সহযোগী হিসেবে কাজ করছে।’

আব্দুর রউফ তালুকদার বলেন, ‘নন-পারফরমিং লোন আরও কমাতে হবে। সামনের দিনগুলোতে ভালো অবস্থান ধরে রাখতে হলে অটোমেশনে যেতে হবে। অনলাইন ব্যাংকিং হলেও অটোমেশনে তেমন নেই। এটা করতে হবে, যাতে গ্রাহক বাড়ি বসে সেবা নিতে পারেন। নতুন নতুন সার্ভিস নিয়ে আসতে হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মানুষ মোবাইল ব্যাংকিং সাড়ে ১১ কোটি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর