Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগর থেকে জাল চুরির দায়ে ১২ রোহিঙ্গা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ১৮:৩৪

কুয়াকাটা: কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এসময় চুরির কাজে ব্যবহৃত বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার আবু মৃধার মালিকানাধীন ট্রলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা বারোটায় ক্ষতিগ্রস্ত আলীপুরের ট্রলার মালিক আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় ১২ রোহিঙ্গার নামে একটি মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- ফাহিম (২২), রাজু মাঝি, আরিফ (২২), মো. সেলিম (২৫), মো. রফিক (৩০), মো, নুর (৩৫), মো. আব্দুল্লাহ (২০), মো. জোবায়ের (২২), মো. আবদুর রহমান (২৫), মো. শরীফ (২২), মো. আজিজ (২৪), মো. আলম (৫৪)। তাদের সবার বাড়ি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে।

পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এই রোহিঙ্গারা সাগর থেকে জাল চুরি করছিল। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে জেলেরা। ওইদিন রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এমও

জাল চুরি বঙ্গোপসাগর রোহিঙ্গা গ্রেফতার

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর