Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েকে গলা কেটে হত্যা করলো মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ: ফুলবাড়িয়ার পল্লিতে মা নাজমা খাতুন (৩০) তার চার বছর বয়সী মেয়ে মাহমুদাকে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় নাজমা খাতুনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল এগারটার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের পীরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল এগারোটায় নিজ মেয়েকে কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন নাজমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা নাজমাকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ পেলেই মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

বেশ কিছু দিন ধরে নাজমা খাতুন মেয়েসহ ফুলবাড়িয়ায় বাপের বাড়িতে অবস্থান করছিলেন। তার স্বামী রমজান আলির বাড়ি মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নের বালিয়ান গ্রামে।

সারাবাংলা/এমও

গলা কেটে হত্যা ময়নাতদন্ত ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর