Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ৪ দিনব্যাপী বইমেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২২ ২১:৫৬ | আপডেট: ২৪ মার্চ ২০২২ ২২:৫৯

গাইবান্ধা: ‘খুঁজে নাও জীবনের হেতু, বই হোক সময়ের সেতু’ স্লোগানে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে এই গ্লোবাল ভিলেজ বইমেলার উদ্বোধন করেন তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনসুর আলী সরকার।

সাহিত্য সংগঠন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের বইমেলা উদযাপন কমিটির আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রিদম অব গ্লোবাল ভিলেজের সহযোগিতায় এই বইমেলা হচ্ছে।

কবি অঞ্জলী রানী দেবীর সঞ্চালনায় ও গ্লোবাল ভিলেজ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মো. সগীর আনোয়ার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াৎ হোসেন বিপ্লব, বাংলা একাডেমির বিক্রয় বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগের মুহাম্মদ রাসেল, বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব শাহ মো. আবু আউয়াল রিজু ও সাহাপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এ এইচ এম শামীম জুয়েলসহ অন্যরা।

আলোচনা শেষে কবি বিমল সরকারের নতুন কাব্যগ্রন্থ ‘আদি মানবের আমি’ ও ‘সৃষ্টি তোমার বড় উপহার’ এবং কবি মামুনুর রশিদ মন্ডলের ‘মেঘের দেশে হাসি’ ও ‘ভাবনার এপিঠ ওপিঠ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। পরে আইনজীবী সগীর আনোয়ারকে গুণীজন সম্মাননা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়।

সন্ধ্যায় ছিল কবিতা পাঠের আসর ও লোকগীতির অনুষ্ঠান। এর আগে, বিকেলে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

বইমেলা সূত্র জানায়, রোববার (২৭ মার্চ) পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। গত বছর প্রথমবার একই স্থানে একই মাসে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করে একই আয়োজনকারী সংগঠন।

সারাবাংলা/টিআর

৪ দিনের বইমেলা বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর