গাজীপুরে লুটের মালসহ ৭ ডাকাত গ্রেফতার
২৪ মার্চ ২০২২ ২২:৫১
গাজীপুর: মহানগরীর গাছা থানাধীন কুনিয়া পশ্চিমপাড়া মদিনা মসজিদের পাশে রুপ মিয়া সুপার মার্কেটের বিউটি জেনারেল স্টোরে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
পুলিশের হাতে গ্রেফতার সাত জন হলেন— বরগুনা জেলার ছোট গৌউরী গ্রামের নিজাম উদ্দিন খানের ছেলে মো. হেমায়েত হোসেন ইমন (৩৫), পিরোজপুর জেলার দক্ষিণ কাকড়া বুনিয়া গ্রামের মৃত আক্কাস আলী হাওলাদারের ছেলে মো. শহীদ হাওলাদার (৪৪), ফেনী জেলার করুচিয়া গ্রামের মৃত আমিন হোসেনের ছেলে আল আমিন ওরফে মনির হোসেন (৫৫), ভোলা জেলার কচুয়াখালী গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহজাহান ওরফে সাজু (৩০), বরগুনা জেলার বড় তালেশ্বর গ্রামের মো. হেমায়েত হোসেনের ছেলে মো. আল আমিন (৩৫), বরিশাল জেলার মধ্য হোসনাবাদ গ্রামের মো. খোরশেদ আলমের স্ত্রী মোসা. মিতু (৩৫), এবং বরিশাল জেলার মধ্য হোসনাবাদ গ্রামের মৃত আ. রবের ছেলে মো. হাবিবুর রহমান (৪৫)।
সংবাদ সম্মেলনে উপকমিশনার ইলতুৎ মিশ বলেন, সোমবার (২১ মার্চ) রাত সাড়ে ৩টায় গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া পশ্চিমপাড়া মদিনা মসজিদের পাশে রুপ মিয়া সুপার মার্কেটে ডাকাতির ঘটনা ঘটে। সিকিউরিটি গার্ডকে জিম্মি করে বিউটি জেনারেল স্টোরে অজ্ঞাতনামা ৮-১০ জন ডাকাত নিজেদের র্যাব পরিচয় দিয়ে অভিযানের কথা বলে। পরে তারা তালা ভেঙে দোকানে ঢুকে নগদ অর্থ ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় পাঁচ লাখ টাকার সিগারেট ডাকাতি করে নিয়ে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে জড়িত সাত জনকে গ্রেফতার করে। অভিযানে তাদের কাছ থেকে লুট করে নেওয়া বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে সাতশ প্যাকেট সিগারেট ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৪৫৯৮) এবং কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ডাকাতদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, নারী নির্যাতন, ডাকাতির প্রস্তুতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে। ডাকাতিতে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সারাবাংলা/টিআর