মালয়েশিয়াগামী ৫৭ রোহিঙ্গা উদ্ধার, ২ দালাল আটক
২৫ মার্চ ২০২২ ১০:৫৭
কক্সবাজার: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। এ সময় তাদের পাচারে জড়িত ২ দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়।
টেকনাফের বাহারছড়া উপকূল থেকে শুক্রবার (২৫ মার্চ) ভোরে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর উপ অধিনায়ক তানভীর হাসান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। এ সময় ২ দালাল ও স্থানীয় ১ জনকে আটক করা হয়।
আটক রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরও জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া রোহিঙ্গাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে।
সারাবাংলা/এএম