Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ড সফরে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২২ ১৬:৪২

পোল্যান্ড সীমান্তে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে মোতায়েন করা মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেন। এছাড়া ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে আশ্রয় নেওয়া শরণার্থীদের সহায়তা দেওয়া কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। শুক্রবার তার সফরের কথা রয়েছে।

চারদিনের সফরে বর্তমানে ইউরোপে অবস্থান করছেন জো বাইডেন। এ সফরের মাধ্যমে রাশিয়ার উপর চাপ সৃষ্টির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ন্যাটোর এক জরুরি সভায় অংশ নিয়েছেন জো বাইডেন। জি-৭ দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনে রুশ আক্রমণের মাসপূর্তির দিনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় মিত্রদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

বিজ্ঞাপন

পোল্যান্ডে ইউক্রেন থেকে পালিয়ে অন্তত ২০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছেন। সেদেশে ন্যাটো ইতোমধ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটিয়েছে। উত্তেজনাকর পরিস্থিতিতে বাইডেনের পোল্যান্ড সফর রাশিয়ার উপর আরও চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জানা গেছে, দক্ষিণপূর্ব পোল্যান্ডের জেসজাও শহরে সফর করবেন বাইডেন। এ শহরটি ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

সারাবাংলা/আইই

ইউক্রেন জো বাইডেন পোল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর