নিরাপদ সড়কের দাবিতে ‘গোয়ালন্দ রাইডার্সে’র রোড শো
২৫ মার্চ ২০২২ ১৯:৫০
রাজবাড়ী: নিরাপদ সড়কের দাবিতে ব্যতিক্রমী রোড শো করছে ‘গোয়ালন্দ রাইডার্স’ নামে একটি সংগঠন। শুক্রবার (২৫ মার্চ) সকাল ৮টায় রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠ থেকে ১৩০টি মোটরসাইকেলের অংশগ্রহণে এ রোড শো বের করা হয়।
গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল রোড শো’তে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
১৩০টি মোটরসাইকেলে ২৬০ জন রাইডার্স রোড শো নিয়ে নড়াইল জেলায় যাবে। যাত্রা পথের বিভিন্ন স্থানে তারা নিরাপদ সড়কের বিষয়ে প্রচারণা চালাবে। নড়াইল জেলা ঘুরে আবার তারা গোয়ালন্দে ফিরবে।
রোড শো’র নেতৃত্বে রয়েছেন গোয়ালন্দ রাইডার্সের প্রতিষ্ঠাতা এসএম ইত্তেহাদ সিয়াম, এডমিন কলিন্স পার্থ, শামীমুল ইসলাম শাওন, শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী, আলমগীর হোসেন, বিমল, আহসান হাবিবসহ অন্যরা।
গোয়ালন্দ রাইডার্সের অ্যাডমিন এসএম কলিন্স পার্থ জানান, তাদের সংগঠনের বেশিরভাগ সদস্যই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৬ সালে অনলাইনভিত্তিক এ সংগঠন গড়ে তোলেন। নিজের দেশকে ভালভাবে বুঝতে ও ঘুরে দেখতে প্রতিবছর একটা বিশেষ স্লোগান নিয়ে তারা বিভিন্ন স্থান সফর করেন।
প্রথম বছর মেহেরপুরের মুজিবনগর দিয়ে তাদের যাত্রা শুরু হয়। এ বছর তাদের পঞ্চম বৃহত্তর যাত্রা। গত পাঁচ বছরে তারা বিভিন্ন ছোট ছোট দলে দেশের অন্তত ৪৫টি জেলা ভ্রমণ করেছেন।
সারাবাংলা/এমও