উপজেলা অডিটোরিয়াম তালাবদ্ধ, হয়নি গণহত্যা দিবসের আলোচনা
২৫ মার্চ ২০২২ ২১:০৭
ঝালকাঠি: ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠান হয়নি রাজাপুরে। দিনভর উপজেলা পরিষদের অডিটোরিয়ামটি ছিলো তালাবদ্ধ। তবে বিষয়টি এড়িয়ে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গত ৮ মার্চ উপজেলা প্রশাসনের এক সভায় গণহত্যা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করা হয়। উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে ২৫ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় রাজাপুর উপজেলার পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
কিন্তু শুক্রবার দিনভর অডিটরিয়াম ছিলো তালাবদ্ধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এর দায় এড়িয়ে গেছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা বলেন, ‘উপজেলা পরিষদে গণহত্যা দিবসের আলোচনা অনুষ্ঠানটি কেন হলো না জানি না। আমাকে আজ কেউ অবহিতও করেনি।’
রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার লিটন বলেন, ‘২৬ তারিখ মাঠে অনেক কাজ রয়েছে, তাছাড়া সপ্তাহব্যাপী আমাদের নানা কর্মসূচি রয়েছে। তাই সবাই ব্যস্ত থাকায় আলোচনা সভা করা হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোক্তার হোসেন বলেন, ‘শুধু আলোচনা সভাটিই করা হয়নি। কিন্তু গণহত্যা দিবস উপলক্ষে অন্য ভেন্যুতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজাপুরের বিভিন্ন স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।’
সারাবাংলা/এমও