আলোকিত নারী সন্মাননা পেলেন রত্নগর্ভা মা রেজিয়া বেগম
২৫ মার্চ ২০২২ ২০:৪৫
জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুড়িঁর উদ্যোগে হয়ে গেল ‘আলোকিত নারী সম্মাননা স্মারক, ২০২২’। অনুষ্ঠানে ২৩ সফল নারীকে ‘আলোকিত নারী সম্মাননা’ স্মারক দেওয়া হয়। এ সময় রত্নগর্ভা মায়ের সম্মাননা দেওয়া হয় চট্টগ্রামের বাঁশখালীর মুর্তজা পরিবারের রত্নগর্ভা মা মিসেস রেজিয়া বেগম এবং শিরিন ইসলামকে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এস এম এনামুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরিচালক সাবেক কর কমিশনার ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলা একাডেমির সচিব কবি হাসনাত লোকমান, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, ‘আলোকিত নারী’ রত্নগর্ভা মা মিসেস রেজিয়া বেগম ও মিঠামইন তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশতাক আহম্মদ লিটন।
অনুষ্ঠানে রেজিয়া বেগম ও শিরিন ইসলামকে রত্নগর্ভা মায়ের সম্মাননা দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, রবীন্দ্র সংগীতশিল্পী সোহেলা হোসেন, চলচ্চিত্র অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর, সিনিয়র নিউজ প্রেজেন্টার লাবণ্য হাসান, নারী উদ্যোক্তা সুলতানা বেগমসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা।
সারাবাংলা/টিআর