চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ
২৫ মার্চ ২০২২ ২২:৪৮
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পলাশপাড়ায় ‘সারাবাংলা ৮৮’ জেলা প্যানেলের উদ্যোগে প্রতিবন্ধী ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ‘সারা বাংলা ৮৮’ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর ডা. সায়ীদ মেহবুব উল কাদিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবির, সাংবাদিক রিফাত রহমান, শফিকুল ইসলাম জিন্নাহ, জহুরুল ইসলাম, শাহীন পারভেজ, মহসিন আলী, জাহাঙ্গীর আলম ও বিদ্যালয়ের পরিচালক জাহানারা খাতুন টগর।
অনুষ্ঠানে প্রায় ১৫০ জন প্রতিবন্ধী ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার (২৪ ও ২৫ মার্চ) ‘সারা বাংলা ৮৮’ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের বন্ধুদের পক্ষ দামুড়হুদা, দর্শনা, জীবননগর, আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা থানার ৫টি মাদরাসায় চাল ও অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়া জীবননগরের একটি মাদরাসায় আবাসিক ছাত্রদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
জীবননগরে সার্বিকভাবে অংশ নেন ‘সারা বাংলা ৮৮’ প্যানেলের সাংবাদিক মুন্সি মাহবুবুর রহমান বাবু, আব্দুস সালাম ঈশা, মোমিন উদ্দিন, ইকবাল উদ্দিন, পলাশ, ও ইখতিয়ার উদ্দিন। দর্শনার হাবিবুর রহমান বুলেট, শাহ আলম, কামরুল হাসান হিরো, আব্দুল মান্নান, সিরাজ, ও জহিরুল। দামুড়হুদার একরামুল হক ও সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল। আলমডাঙ্গার চঞ্চল মাহমুদ, আনোয়ার হোসেন, শিরন, এমদাদ হোসেন, মিজান, নাসিম, ফরহাদ, আশরাফুল রশীদ মন্টু ও কলিমউল্লাহ।
সারাবাংলা/এমও