Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১০:৩৫ | আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৩:০০

মুন্সীগঞ্জ: ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন দুইজন।

শনিবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর-মুক্তারপুর ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি হতে ‘চার ভাই ছয়’ নামক বাল্কহেড ৭৫০০ বস্তা সিমেন্ট নিয়ে পাবনা জেলার নগরবাড়ি ঘাট এর উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন মাঝ নদীতে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৩ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিমেন্টবোঝাই বাল্কহেডটি পানিতে ডুবে যায়।

বিজ্ঞাপন

বাল্কহেডে থাকা পাঁচজন শ্রমিকের মধ্যে তিনজন তীরে আসতে সক্ষম হলেও দুইজন শ্রমিক নিখোঁজ হন। তারা হলেন- শরিফুল ইসলাম (২৫) ও নুরুল ইসলাম (৪০)।

মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, নৌ- পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ বাল্কহেড ডুবি মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর