Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে কুপিয়ে খুন, স্বামী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১১:১১ | আপডেট: ২৬ মার্চ ২০২২ ১১:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) রাতে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ফৌজদার আলী ফকিরের হাট এলাকায় একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

খুনের শিকার জান্নাতুল ফেরদৌস (৩২) ফকিরের হাট এলাকার প্রবাসী মোহাম্মদ শফির স্ত্রী বলে জানিয়েছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রাত আনুমানিক আড়াইটার দিকে আমরা খবর পাই যে, এক প্রবাসীর বাড়িতে স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমরা তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসি।’

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘রাতে ওই মহিলাকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিলার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়েছিল। হাসপাতালে আনার পথেই মারা যান।’

কী কারণে এই হত্যাকাণ্ড, জানতে চাইলে ওসি রফিকুল বলেন, ‘পারিবারিক কলহের জেরে স্বামী ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি এখনও তদন্তাধীন। কী বিষয়ে ঝগড়া বা এর পেছনে আরও কোনো কারণ আছে কি না সেটি আমরা তদন্ত করছি।’

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম হাটহাজারী উপজেলা